সমস্যা ও সমাধানঃ সাদা স্রাব
বরিশাল থেকে তানিয়া (২২) লিখেছেন, বিয়ে করেছেন এখনো এক মাস হয়নি। বিয়ের পর লক্ষ্য করছেন সাদা স্রাব হোয়াইট ডিসচার্জ-এর পরিমাণ বেড়ে গেছে। কি করবেন।
উত্তরঃ সাদা স্রাব-এর সঙ্গে বিয়ের কোন সম্পর্ক নেই। এটা এক ধরনের ইনফেকশনজনিত সমস্যা। অনেক ক্ষেত্রে স্বামীর কাছ থেকেও এ ধরনের সমস্যা সংক্রমিত হতে পারে, যদি স্বামী যৌন রোগে আক্রান্ত থাকেন। এছাড়া সাদা স্রাব নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। আজকাল অনেক ওষুধ ও সাপোজিটরি পাওয়া যায় যা একবার সেবন অথবা একবার প্রয়োজনীয় স্থানে ব্যবহার করলে নিরাময় সম্ভব।
দৈনিক ইত্তেফাক, ১৬ ডিসেম্বর ২০০৭