বিউটি টিপস
বিউটিশিয়ান ও স্কিন স্পেশালিস্টদের মধ্যে ছোটখাটো বিরোধ দীর্ঘদিনের। যদি কোন রমণী তার ত্বক পরিচর্যার জন্য বিউটি পার্লারে যান তাতে দোষের কিছু নেই। কিন্তু সম্প্রতি ‘হেলথ এন্ড নিউট্রিশন’ পত্রিকায় প্রকাশিত এক টিপসে উল্লেখ করা হয়েছে, দক্ষ বিউটিশিয়ান বা অ্যান্থোটিশিয়ান মুখের ত্বকের ডিসকালারেশনসহ কিছু কিছু সমস্যা নির্ণয় করতে পারেন। কিন্তু অ্যান্থেটিশিয়ান ব্রোকেন ক্যাপিলারিজ, ইনফ্লামড একনি, ত্বকের উপরিভাগে বেড়ে উঠা আঁচিল, মোল, ওয়ার্স্টশ, সেবোবিক ক্যারাটোসিস, কোন সাদা বা বাদামী প্যাচ, মেছতা, ইনফেকশনসহ কোন ধরনের মেডিক্যাল প্রবলেম-এর চিকিৎসা দিতে পারবেন না। এসব সমস্যায় অবশ্যই কোন স্কিন স্পেশালিস্ট এর শরণাপন্ন হতে হবে। একজন বিউটিশিয়ান ত্বকের ওপর বাড়তি প্রলেপ দিয়ে ত্বকের সাময়িক লাবণ্য ফিরিয়ে দেয়াসহ ত্বকের ময়লা পরিষ্কার করতে সিদ্ধহস্ত হতে পারেন কিন্তু ত্বকের বা মুখের যে কোন ধরনের রোগ নিরূপণে এবং চিকিৎসায় অবশ্যই চিকিৎসকের প্রয়োজন।
লেখকঃ ডাঃ নাসরিন জাহান
দৈনিক যুগান্তর, ১৬ ডিসেম্বর ২০০৭