ত্বকের সমস্যা
সমস্যাঃ আমার বয়স ২২। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৮ কেজি। বেশ কয়েক বছর আগে আমার অণ্ডকোষে বেশ কয়েকটা ছোট ছোট শক্ত গোটা অনুভব করি। ব্যথা কিংবা অন্য কোনো সমস্যা না হওয়ায় প্রথমে তেমন গুরুত্ব দিইনি। এখন এগুলো আরও বড় ও শক্ত হয়েছে। বেশ চুলকায়। বেশ কিছুদিন পরপর দু-একটির শক্ত অংশ নরম হয়ে এ থেকে ধবধবে সাদা ঘন পদার্থ বেরিয়ে আসে। এ নিয়ে খুব সমস্যায় আছি। কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলতেও অস্বস্তি বোধ করছি। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শঃ আপনার সমস্যাটিকে স্ক্রোটাল সিবাসিয়াস সিস্ট বলা হয়। এ রোগটির ব্যাপারে যত তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন, তত ভালো ফল পাবেন। এটা কোনো মারাত্মক রোগ নয়। সার্জারি বা অস্ত্রোপচার করে এটি সম্পূর্ণ ভালো করা যায়। চর্মরোগ বিশেষজ্ঞ যাঁরা সার্জারি বা অস্ত্রোপচার করেন অথবা সার্জারি বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। দেরি করবেন না। এতে রোগ জটিল হতে পারে। লজ্জার জন্য প্রকাশ না করলে বা চিকিৎসকের পরামর্শ না নিলে পরে রোগ জটিল হয়ে যেতে পারে। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
পরামর্শ দিয়েছেন
ডা· সৈয়দ আফজালুল করিম
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
দৈনিক প্রথম আলো, ২৬ ডিসেম্বর ২০০৭