সমস্যাঃ আমার বয়স ২৫। ছয় মাস হলো বিয়ে হয়েছে। আমার মাসিক নিয়মিত হয়। সমস্যা হলো মিলিত হতে গেলে কোনো অনুভূতি হয় না। মনে হয় যেন জোর করে হচ্ছে। আমি সামান্য ব্যথাও পাই। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। এটা কি শারীরিক সমস্যা? সন্তান নিতে কি কোনো সমস্যা হবে? আমার স্বামীর বয়স ২৯ বছর।

নাম প্রকাশে অনিচ্ছুক
চট্টগ্রাম।

পরামর্শঃ এ ধরনের সমস্যা শারীরিক ও মানসিক উভয় কারণেই হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, পুষ্টিহীনতা, অতিরিক্ত স্থূলতা এবং আরও কিছু কিছু অসুস্থতায় এ ধরনের সমস্যা হতে পারে। পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাবেও এ রকমটি হতে পারে। আপনারা যদি মনে করেন উপরিউক্ত কোনো কারণই এ ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে অবশ্যই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন। মানসিক সাপোর্ট বা অন্য কিছু লাগবে কি না সেটা তাঁরাই নির্ণয় করে প্রয়োজন হলে পরামর্শ দেবেন। এ ছাড়া আপনার সমস্যার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।

 

পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
দৈনিক প্রথম আলো, ২৬ ডিসেম্বর ২০০৭